মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় একাত্তরের ঘাতক–দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি ও লেখক শাহরিয়ার কবিরকে আগামী ১২ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (৩০ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেয়। তখন ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন বিচারপতি গোলাম মর্তূজা মজুমদার এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
জুলাই মাসের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের এক মাস পর গত বছরের সেপ্টেম্বরে রাজধানীর বনানীর বাসা থেকে শাহরিয়ার কবিরকে গ্রেপ্তার করে পুলিশ। তখন থেকেই তিনি কারাগারে আছেন।
২০১৩ সালের মে মাসে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরসহ বিভিন্ন জায়গায় হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের বিরুদ্ধে পরিচালিত হত্যা ও নির্যাতনের অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় তাঁকে হাজির করার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। এই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিনও ধার্য করা হয়েছে আগামী ১২ জানুয়ারি।
ট্রাইব্যুনালের আদেশের পর ব্রিফিংয়ে প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম বলেন, শাপলা চত্বরের ঘটনাকে কেন্দ্র করে ‘শাপলা হত্যাকাণ্ডের অন্যতম নিয়ন্ত্রক’ হিসেবে শাহরিয়ার কবিরের নাম উঠে এসেছে।
এই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার, পুলিশের সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, বেনজীর আহমেদসহ আরও অনেকেই আসামি হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন।

ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময়: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫ । ১২:২০ পূর্বাহ্ণ