বন অধিদপ্তরে দুর্নীতির ‘ওপেন সিক্রেট’, শাস্তির বদলে পদোন্নতি

অনুসন্ধানী প্রতিবেদক
প্রকাশের সময়: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫ । ১১:৩৯ পূর্বাহ্ণ

সুফল (টেকসই বন ও জীবিকা) প্রকল্পে সরকারি নির্দেশনা অনুযায়ী বাগান সৃজন না করে বরাদ্দের দেড় কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগ উঠেছে বন বিভাগের একটি চক্রের বিরুদ্ধে। প্রকল্পের এই অর্থ আত্মসাতের ঘটনা গত এক বছর ধরে ‘ওপেন সিক্রেট’ হলেও এ নিয়ে কোনো দৃশ্যমান তদন্ত করেনি বন বিভাগ।

অভিযোগ রয়েছে, এই চক্রের মূলহোতা সাদেকুর রহমানকে শাস্তির মুখোমুখি না করে বরং সম্প্রতি ডেপুটি রেঞ্জার পদে পদোন্নতি দেওয়া হয়েছে। শুধু পদোন্নতি নয়, তাকে বন বিভাগের লোভনীয় ‘পোস্টিং’ হিসেবে পরিচিত কক্সবাজার ফাঁসিয়াখালী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তার দায়িত্বও দেওয়া হয়েছে।

বন বিভাগের কর্তাব্যক্তিরা বছরের পর বছর ধরে মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের নানা ধরনের দুর্নীতিতে আশ্রয়-প্রশ্রয় দিয়ে আসছেন। ফলে বন অধিদপ্তর পরিণত হয়েছে জবাবদিহিহীন এক হরিলুটের আখড়ায়। বনায়ন প্রকল্পের টাকা আত্মসাতের ঘটনায় অভিযুক্তরা হলেন—ডেপুটি রেঞ্জার সাদেকুর রহমান, উপবন সংরক্ষক (ডিসিএফ) এস এম কায়সার এবং সহকারী বন সংরক্ষক (এসিএফ) জয়নাল আবেদীন। বনায়নের এই অনিয়ম ও হরিলুটের ঘটনা ধামাচাপা দিতে বরাদ্দের সব অর্থ উত্তোলনের পরই এই তিন কর্মকর্তাকে বদলি করে ‘প্রাইজ পোস্টিং’ দেওয়া হয়।

অন্যদিকে, বরাদ্দ পাওয়ার পরও বনায়ন না করার ঘটনায় দায়িত্ব এড়ানোর সুযোগ নেই নতুন যোগ দেওয়া চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. সফিকুল ইসলামের। তিনি চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক (সিএফ) মোল্যা রেজাউল করিমের ভয়ে আত্মসাৎকারী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেননি। এ ছাড়া বাগান সৃজন না করা বা নিম্নমানের বাগান সৃজনের জন্য দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের বিষয়টি কৌশলে এড়িয়ে যাচ্ছেন।

জানা গেছে, ২০২৩–২০২৪ অর্থবছরে চট্টগ্রাম উত্তর বন বিভাগের কুমিরা রেঞ্জে ১৮০ হেক্টর বনে নামমাত্র বনায়ন করা হয়। বনায়ন ও রক্ষণাবেক্ষণ বাবদ ব্যয় দেখানো হয় ১ কোটি ৭৯ লাখ ৫০ হাজার ৮৮২ টাকা। নার্সারিতে চারা উত্তোলন ও রক্ষণাবেক্ষণের নামে ব্যয় দেখানো হয় ৫৬ লাখ ১১ হাজার ৮০৬ টাকা। বিধি অনুযায়ী বনায়নের পূর্বে নির্ধারিত প্রজাতির চারাগাছ নার্সারিতে বীজ থেকে উত্তোলন করতে হয় এবং নার্সারি সৃজনের জার্নাল সংরক্ষণসহ বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে পাঠাতে হয়। কিন্তু কুমিরা রেঞ্জে ১৮০ হেক্টরে প্রকৃত বাগান সৃজন না করেও রক্ষণাবেক্ষণের নামে ২৩ লাখ ১০ হাজার টাকা খরচ দেখানো হয়েছে।

বনায়নের বিধি অনুযায়ী, ২০২৩–২০২৪ অর্থবছরে সৃজিত ১৮০ হেক্টর বাগানে চারাগাছ রোপণের পর সর্বোচ্চ ২০% শূন্যস্থান পূরণের সুযোগ রয়েছে। অর্থাৎ ৮০% চারাগাছ জীবিত থাকা বাধ্যতামূলক। কিন্তু কুমিরা রেঞ্জে ৮০% জীবিত চারাগাছ না থাকলেও শূন্যস্থান পূরণের খরচ দেখিয়ে ২০ লাখ টাকার বেশি আত্মসাত করা হয়। নার্সারিতে বীজ থেকে চারা উত্তোলন এবং সংশ্লিষ্ট জার্নাল তৈরির বিধান থাকলেও সেটিও করা হয়নি। পলিব্যাগ, সার, বাঁশের খুঁটি ইত্যাদি কেনাকাটার খাতে আরও ১০ লাখ টাকা খরচ দেখিয়ে আত্মসাত করা হয়।

বন অধিদপ্তরের পরিদর্শন ও মূল্যায়ন ইউনিটের তথ্য অনুযায়ী, উপবন সংরক্ষক উম্মে হাবিবা গত ২২ এপ্রিল চট্টগ্রাম উত্তর বিভাগীয় বন কর্মকর্তাকে চিঠি দেন। চিঠিতে উল্লেখ করা হয়, সুফল প্রকল্পের আওতায় ২০২৩–২০২৪ অর্থবছরে কুমিরা রেঞ্জের কুমিরা বিটে ১৭০ হেক্টর দ্রুতবর্ধনশীল বাগানের প্রথম জরিপ হয় গত বছরের ১৫ ডিসেম্বর। জরিপে ১৭০ হেক্টর বাগানে জীবিত চারাগাছের হার পাওয়া যায় মাত্র ৬০.২০%, যেখানে থাকা উচিত ছিল কমপক্ষে ৮০%। একই রেঞ্জের অন্য ১০ হেক্টরের দ্রুতবর্ধনশীল বাগানে জীবিত চারার হার মাত্র ৫০.৪০%। জবরদখল হওয়া বনের মধ্যে জবরদখলকারীরা যে বিভিন্ন গাছ লাগিয়েছে, তার ফাঁকে ফাঁকে বাগান সৃজন করা হয়েছে—চিঠিতে এমনটাও উল্লেখ রয়েছে। বাগানে জীবিত চারার হার সন্তোষজনক নয় বলে উল্লেখ করে শতভাগ চারাগাছ নিশ্চিত করে মূল্যায়ন ইউনিটকে জানাতে বলা হয়।

অনুসন্ধানে দেখা যায়, প্রথম জরিপের পর পরিদর্শন ও মূল্যায়ন ইউনিট ১৮০ হেক্টর বাগানে শতভাগ জীবিত চারাগাছ রাখার নির্দেশ দেয়। কিন্তু এই নির্দেশনার পরও ২০% শূন্যস্থান পূরণ ও রক্ষণাবেক্ষণের নামে অর্ধকোটি টাকার বেশি দেখিয়ে চারাগাছ রোপণ না করেই টাকা আত্মসাৎ করা হয়। এর পর চলতি বছরের ১৯ আগস্ট ১৮০ হেক্টরের দ্বিতীয় জরিপ করা হয়। পুনঃজরিপ প্রতিবেদনে দেখা যায়, ১৮০ হেক্টরের মধ্যে ৭০ হেক্টরে জীবিত চারার হার মাত্র ৩১.৬৫% এবং অপর ১০ হেক্টরে মাত্র ২১.৬০%। আত্মসাতের ঘটনা আড়াল করতে সম্প্রতি কুমিরা রেঞ্জের কিছু জায়গায় নামমাত্র চারা রোপণ করা হয়েছে। তবে চারা এত ছোট যে শুষ্ক মৌসুমে এগুলোর বেঁচে থাকা প্রায় অসম্ভব বলে মন্তব্য করেছে ব্যবস্থাপনা পরিকল্পনা বিভাগ।

এ বিষয়ে বিভাগীয় বন কর্মকর্তা মো. সফিকুল ইসলাম জানান, কুমিরা রেঞ্জে ১৮০ হেক্টর সুফল প্রকল্পের বাগান সৃজনের সময় তিনি দায়িত্বে ছিলেন না। শূন্যস্থান পূরণের সময়ও তিনি দায়িত্বে ছিলেন না। তবে তিনি জানেন যে বাগান নির্দেশনা অনুযায়ী সৃজিত হয়নি। বাগান সৃজনে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

ব্যবস্থাপনা পরিকল্পনা বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ হোসাইন বলেন, বাগান সৃজনে অনিয়ম হলে জরিপে তা উঠে আসবে। জরিপ দলের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে বনায়নে অর্থ আত্মসাতের অভিযোগ জানতে অভিযুক্ত ডেপুটি রেঞ্জার সাদেকুর রহমানের মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি বিস্তারিত দ্বিতীয় পর্ব আসছে

Editor and Publisher Rajib Khan Executive Editor Arash Khan News Editor Monirul Islam Active Editor Jibon Islam Chief Advisor Barrister Amirul Islam Office address Published from Skyview Trade Valley, 14th Floor, 66 V.I.P Road, Nayapaltan, Dhaka-1000 and printed from Shariatpur Printing Press, 28/B, Toynbee Circular Road, Motijheel, Dhaka. Email dainikamarsadhinbangladesh@gmail.com

প্রিন্ট করুন