নির্বাচনকালীন সঠিক তথ্যপ্রবাহ নিশ্চিতে শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা জরুরি: ফয়েজ আহমদ তৈয়্যব

স্টাফ রিপোর্টার মুনাফ হোসেন
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫ । ১২:০১ পূর্বাহ্ণ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, নির্বাচনকালীন সময়ে সঠিক তথ্যপ্রবাহ নিশ্চিত করা গণতন্ত্র ও শান্তিপূর্ণ পরিবেশ রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপতথ্য এখন শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে সীমাবদ্ধ নেই; এটি রাষ্ট্রের নিরাপত্তা, সামাজিক স্থিতিশীলতা ও নির্বাচন ব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এ পরিস্থিতি মোকাবিলায় প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি, মানবসম্পদ উন্নয়ন ও দ্রুত প্রতিক্রিয়া ব্যবস্থা জোরদারের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

সোমবার (১৭ নভেম্বর) আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশে অপতথ্য, গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো প্রতিরোধে সমন্বিত ও আধুনিক পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতির বক্তব্যে ফয়েজ আহমদ তৈয়্যব নির্বাচনকালীন জেলা–উপজেলায় সমন্বিত কমিটি গঠনের পাশাপাশি প্রযুক্তিগত সমাধান ব্যবহারের মাধ্যমে অপতথ্য প্রতিরোধের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা বলেন, নির্বাচনের সময় সারা দেশের মসজিদ, মন্দির, গির্জাসহ ধর্মীয় প্রতিষ্ঠানে অপতথ্য বিষয়ে জনসচেতনতা বাড়াতে আলোচনা করা জরুরি। পাশাপাশি স্কুল–মাদ্রাসার শিক্ষক ও ইমামদেরও এ বিষয়ে সচেতন করতে হবে।

পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, শুধু ‘ড্যামেজ কন্ট্রোল’ নয়—অপতথ্য প্রতিরোধের জন্য আগাম প্রস্তুতির ওপর গুরুত্ব দিতে হবে। তিনি তথ্য প্রযুক্তি বিভাগকে প্রযুক্তিগত সমাধান এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে জনসচেতনতামূলক কনটেন্ট তৈরির দায়িত্ব নেওয়ার পরামর্শ দেন।

এনটিএমসি প্রতিনিধি জানান, অপতথ্য প্রতিরোধে সোশ্যাল মিডিয়া মনিটরিং সেল ইতোমধ্যে কাজ শুরু করেছে। এনএসআই প্রতিনিধি প্রতিদিন ইলেকট্রনিক মিডিয়ায় ফ্যাক্ট–চেক প্রচারসহ সারাদেশের ডিসপ্লে বোর্ডে জনসচেতনতামূলক বার্তা প্রদর্শনের সুপারিশ করেন।

গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক তাদের ৬৪ জেলা ও উপজেলা তথ্য অফিসের মাধ্যমে নির্বাচনকালীন প্রচার–প্রচারণার পরিকল্পনা উপস্থাপন করেন। বাংলা ফ্যাক্টের প্রতিনিধি লোকবল সংকটের কারণে কার্যক্রমে বিঘ্ন ঘটার বিষয়টি উল্লেখ করেন।

সভায় অংশগ্রহণকারীরা নিজেদের অভিজ্ঞতা ও চ্যালেঞ্জ তুলে ধরার পাশাপাশি ফেসবুক, ইউটিউব, এক্স ও টিকটকসহ বিভিন্ন প্ল্যাটফর্মের নীতিনির্ধারকদের সঙ্গে সরাসরি যোগাযোগ চ্যানেল সক্রিয় করার সুপারিশ করেন, যাতে প্রয়োজনীয় কনটেন্ট দ্রুত যাচাই বা অপসারণ করা যায়।

Editor and Publisher Rajib Khan Executive Editor Arash Khan News Editor Monirul Islam Active Editor Jibon Islam Chief Advisor Barrister Amirul Islam Office address Published from Skyview Trade Valley, 14th Floor, 66 V.I.P Road, Nayapaltan, Dhaka-1000 and printed from Shariatpur Printing Press, 28/B, Toynbee Circular Road, Motijheel, Dhaka. Email dainikamarsadhinbangladesh@gmail.com

প্রিন্ট করুন